পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সিরাতুন্নবী(স:) উপলক্ষে জামাতের সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ জামাতে ইসলাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একদন্ত ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুল মালেক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামাতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন,
পাবনা জেলা শ্রমিক কল্যাণ সভাপতি রেজাউল করিম, আটঘরিয়া উপজেলা জামাতের আমির মাওলানা নাসির উদ্দিন ও সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম,
আটঘরিয়া উপজেলা জামাতের শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা রেজাউল করিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ।