রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় বিএনপি’র অফিস ভাংচুর মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলা ও আসবাব পত্র ভাংচুর মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ।

বৃহস্পতিবার(৩অক্টোবর)দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের মৃত আকবর আলী তলাপত্রের ছেলে আঃলীগ নেতা ও স্থানীয় বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম কে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জনশ্রুতিতে রয়েছে পাবনা- ৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের আস্থাভাজন এই আঃলীগ নেতা সাইদুল ইসলামের বিরুদ্ধে এলাকায় নানা অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি ও সালিশ বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে ।

থানার মামলা সূত্রে পুলিশ জানান, গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার প্রত্যান্ত অঞ্চল খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। এসময় তাদের হামলায় সেখানে থাকা তিন জন বিএনপি নেতাকর্মী মারাত্মক আহত হন। এ ঘটনায় ওয়ার্ড বিএনপি নেতা মো.জুলফিকার আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম(ওসি) ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,আনিত অভিযুক্ত আঃলীগ নেতা অধ্যক্ষ সাইদুল ইসলামকে গ্রেপ্তারের পরপরই আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর