রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন নাহলে আন্দোলনের হুঁশিয়ারি

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

শিক্ষকদের সকল ধরনের বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
অবিলম্বে দাবি পুরণ না হলে সকল শিক্ষকদের সঙ্গে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, পাবনার আটঘরিয়া উপজেলার  ব্যানারে বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকেলে উপজেলা প্রধান ফটকের  সামনে এই মাববন্ধন অনুষ্ঠিত হয়।
‘শিক্ষকরা কেন ৩য় শ্রেণির কর্মচারি?, ‘আমরা জাতির কারিগর, দশম গ্রেড আমাদের অধিকার’, ‘সহকারি শিক্ষকদের সম্মান করো, ১০ম গ্রেড বাস্তবায়ন করো’,
নতুন এই বাংলা বৈষম্যের ঠাই নাই, দাবি মোদের একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই’ ইত্যাদি শ্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে শত শত শিক্ষক-শিক্ষিকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে তারা বলেন, আজ আমরা শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা যখন বৈষম্যের শিকার হয়েছি তখনই আমরা রাজপথে নেমেছি।
এসএসসি-এইচএসসি পাস করেও অনেক সরকারি কর্মচারিরা ১০ম গ্রেডে বেতন পান কিন্তু আমরা জাতি গড়ার কারিগর স্নাতক পাসধারী হয়েও ১৩তম গ্রেডে বেতন পাচ্ছি। এটা খুবই দুঃখজনক।
আমরা আমরা করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।
মানববন্ধনে দাবিন সাথে একত্ততা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি,
সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, আলতাফ হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, মাসুদ রানা, শফিউল্লাহ শফি, আশরাফুল আলম, জাকির হোসেন, কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর