মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনায় ৯৫টি অবৈধ চায়না দুয়ারী ধ্বংস 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার চতরাবিল অঞ্চলে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৯৫টি অবৈধ চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার (২ আক্টোবর) সকাল থেকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিল  এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটঘরিয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চতরার বিল এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় চতরাবিল থেকে ৯৫টি চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জাল রেখে পালিয়ে যাওয়ায় জেলেদের আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, মাছের জন্য হুমকি এই চায়না দুয়ারী জাল। এ জালে সব ধরনের মাছ ও জলজ প্রাণী ধরা পড়ে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম বলেন, অবৈধ এই জাল ব্যবহারের ফলে মাছ ও জলজ প্রাণীর প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। তাই মৎস্য সম্পদ রক্ষার্থে এসব জাল ধ্বংসে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর