দেবোত্তর ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়াটার সেমিফাইনাল খেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২ অক্টোবর বিকালে কোয়াটার সেমিফাইনাল খেলা বরুলিয়া সবুজ সংঘ বনাম একদন্ত নিযামতপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের মধ্যে বরুলিয়া সবুজ সংঘ ৪-১গোলে একদন্ত নিয়ামত পুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনাল খেলার সুযোগ করে নেন।
উক্ত কোয়াটার সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দেবোত্তর হ্যাপি টেকনোলজিস এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ।
উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, দেবোত্তর ওয়ালটন শো রুমের পরিচালক শফিউল্লাহ শফি,
সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম খান, শহীদ আবুল খালেদ প্রগতি সংঘের খেলোয়াড় মোস্তাক আহমেদ প্রমুখ।
উক্ত খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন রঙ্গন,সহযোগী রেফারির দায়িত্বে ছিলেন মাসুম ও অনিক হোসেন। খেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছিল।
আগামী শুক্রবার বিকাল সাড়ে চারটায় কন্দর্পপুর ফুটবল একাদশ বনাম বাগবাড়িয়া ফুটবল একাদশের মধ্যে দ্বিতীয় কোয়াটার সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।