আমাদের স্কুল, একটি রঙ্গিন ফুল,
আসতে স্কুলে শিশুরা হয় ব্যাকুল।
স্থানীয় লোকজন সবসময় অনুকূল,
শিক্ষকরা দায়িত্বপালনে করে নাকো ভুল।
খেলাধুলা ও লেখাপড়ায় শিশুরা পায় উৎসাহ
আমাদের স্কুল, আমাদের দেয় আনন্দ ।
লেখাপড়ার পাশাপাশি করি নানান কাজ
এগুলোকে বলে থাকি কো-অ্যাক্টিভিটিজ।
কেউবা ভালো পড়াশোনায়, কেউবা খেলাধুলায়
কেউবা পারে ছবি আঁকতে, কেউবা গান শোনায়।
হিংসা, বিদ্বেষ, মারামারি কভু নাহি করি
আমাদের স্কুল নিয়ে মোরা নতুন ভূবণ গড়ি।