মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরের ঝিকরগাছায় স্বামী পরিত্যক্তাকে গণধর্ষণের পর রেললাইনের ওপরে ফেলে রেখে গিয়েছিল দুর্বৃত্তরা। এক পথচারী দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ওই নারী উদ্ধার এবং ধর্ষণে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে ওই ধর্ষণের পর শুক্রবার সকালে জড়িতদের আটক করা হয়। এদিন বিকেলে ওই চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো, ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে আব্দুল জলিল (২৩), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাকির হোসেন (২০), আব্দুল গাজীর ছেলে আলম হোসেন (৩০) ও ফজর আলীর ছেলে হাসানুর রহমান (২০)।
থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পুরন্দপুর গ্রামের স্বামী পরিত্যক্ত ওই মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে যায়। ধর্ষকরা তাকে রাস্তার পাশে আব্দুর রাজ্জাকের ঘাষের ক্ষেতে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে রেল লাইনের উপর ফেলে রেখে যায়। অচেতন অবস্থায় এক পথচারী তাকে দেখে ৯৯৯ এ ফোন করেন। ফোনের সুত্রধরে সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। জ্ঞান ফিরলে ওই জড়িত দু’জনের পরিচয় জানায়। এই তথ্যের সূত্র ধরে ওইরাতেই অভিযানে নামে পুলিশ।
শুক্রবার সকালে বিভিন্নস্থান থেকে চার ধর্ষককে গ্রেফতার করা হয়। ওসি আব্দুর রাজ্জাক আরো জানান, ধর্ষকরা সকলেই মাছ ধরার জাল টানা কাজ করে। আসামিরা ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তির জন্য বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।