শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

ই-পেপার

গণ অধিকার পরিষদের উদ্যোগে শহিদ ছাত্রদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেলে গণ অধিকার পরিষদ বেড়া উপজেলা শাখার উদ্যোগে বেড়া নগরবাড়ি ঘাট কেন্দ্রীয় মসজিদ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
গণ অধিকার পরিষদ পাবনা জেলা শাখার সহসভাপতি ফারুক মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ ছাত্র বিষয়ক সম্পাদক আইনুল হক, জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর মাস্টার ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সহ অনেকেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বীর শহিদ আখ্যা দিয়ে বক্তারা বলেন, তাজা রক্ত ঢেলে দিয়ে শিক্ষার্থীরা দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। তাদের প্রতি অসীম শ্রদ্ধা।
সদ্য পদত্যাগকৃত শেখ হাসিনা সরকার প্রসঙ্গে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিলো। আমরা বোবা হয়ে ছিলাম। আজ কথা বলছি। এই সুযোগ করে দিয়েছেন দেশের ছাত্রজনতা। আমরা যেটি গত পনেরো বছরেও পারিনি। সেটি তারা কয়েকদিনে করে দেখিয়েছেন। দেশকে নতুন স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছেন।
বক্তারা বলেন, আমরা এখন নতুন দেশের স্বপ্ন বুনছি। আর সেই দেশের নেতৃত্ব তরুণদের হাতে। গণ অধিকার পরিষদ সেই তরুণের দল। নানা শ্রেণিপেশা ও বয়সের মানুষ এ দলের সাথে সম্পৃক্ত থাকলেও এর নেতৃত্ব দিচ্ছেন তরুণ মেধাবী সমাজ। আপনারা আমাদের (গণ অধিকার পরিষদের) পাশে থাকবেন। এই দেশ থেকে ভোটচোরদের বিতাড়িত করা হয়েছে। এখন দেশে সাম্য, সম্প্রীতি ও শান্তির পরিবেশ প্রতিষ্ঠা হচ্ছে।আলোচনা সভা শেষে শহিদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর