শেখ হাসিনা সরকারের জারিকৃত ১৫ আগষ্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালনের আদেশ বাতিল করে ওইদিন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনসহ আনন্দ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্তবর্তিকালিন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেনের আওয়ামী সুলভ ও পক্ষপাতমুলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। গত মঙ্গলবার (১২ আগষ্ট) বিকাল ৫টার দিকে শহরের কাচারিপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে কর্মী সমাবেশে বক্তব্যকালে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ও পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান এই ঘোষণা দেন। এর আগে সোমবার বিকেলে বিএনপির সহযোগি সংগঠন পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন ও পৌর যুবদলের সদস্য নজরুল ইসলামকে গুলিবিদ্ধ করে আহত করার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্য সচিব কেএম সাজেদুজ্জামান জিতু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদ হাসান সোনামনি ও পাবনা জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল্লাহ রউফ আব্দুল, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, যুবদল নেতা ডাবলু হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির সহযোগি সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি বাজারের ১নং গেটে পথ সভার মাধ্যমে শেষ হয়।