নিজস্ব প্রতিবেদক :
গত বুধবার বিকেল পাঁচটায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগদিগুলিয়া গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দা, কুরাল, লাঠি, ফালা, সুরকী সহ দিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগে ওঠেছে একই গ্রামের বদর উদ্দিন মোল্লার ছেলে হাজী বাবুলের(৫০) এর হুকুমে, আয়নাল হক (৫৪) পিতা-আজিমউদ্দিন, জমশের আলী (৫০) পিতা-মোহাম্মদ আলী , মোঃ আব্দুল বাতেন(৪৬) পিতা-বদর উদ্দিন, জাফর আলী (৫৬) পিতা-আঃ লতিফ, জাকির হোসেন (৫৫), আঃ রাজ্জাক (৪০) পিতা-আঃ হক, আব্দুল আওয়াল (৩৭) পিতা-আয়নাল হক ও দুলাল মিয়া সহ তাদের সহযোগীরা।
সরজমিনে গিয়ে জানা যায়, বাবুলসহ বাবুলের বাহিনী সামান্য ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অতর্কিতভাবে হামলা চালায় এতে গুরুতর আহত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আব্দুস সাত্তার পিতা জাদুখালি, আব্দুস সালাম পিতা ইসমাইল হোসেন, ইসমাইল হোসেন পিতা আব্দুল আজিজ, লাভলু মিয়া পিতা মোস্তাক আলী, মুক্তার আলি পিতা সিদ্দিক হোসেন, আব্দুল গফুর পিতা আব্দুর রশিদ, শরিফুল ইসলাম পিং রফিকুল ইসলাম ও মোকাদ্দেস আলী পিং আকবর আলী ।
পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে তাদের মেরে ফেলার উদ্দেশ্যে এদের উপর হামলা চালায়। আহতরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমাদের কোনো কিছু বুঝে ওঠার আগেই বাবুলের হুকুমে আমাদের উপর এই হামলার করে। তবে হামলার বিষয়ে ২নং আগদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও খাষ শাহজানী এম এ করিম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম প্রতিবেদকে জানান, মারামারি খবর পেয়ে ঘটনাস্থালে যাই এবং আমি উভয় পক্ষের মারামারি সমাধানের চেষ্টা করে নিজেও আহত হই ৷ নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলম চাঁদ এর সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি