শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটোয়ারীতে ২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ ঈশ্বরদীতে চাল মিলের বর্জ্য পানিতে ৪৫টি পরিবার অবরুদ্ধ  গোপালপুরে গণসংযোগে শাকিল উজ্জামান: “দুর্নীতিবাজদের বর্জন করুন, জনগণের ভরসা হতে চাই” সাতক্ষীরায় আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল সন্তানকে আনতে বের হওয়া সেই মায়ের লাশ ফিরল ঘরে, গুরুতর আহত আরও দুইজন বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে রাবার শ্রমিক নিহত আলীকদম-থানচি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত নান্দাইলে নিভিয়াঘাটা ফাযিল মাদ্রাসায় গর্ভনিং বডির নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কাজে অনিয়মের অভিযোগ

গুলিবিদ্ধ হয়ে পাবনায় ৩ জন নিহত 

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে আ.লীগ নেতাকর্মীর দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় ৩৪ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) ১২টার দিকে পাবনার ট্রাফিক মোড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় হেলমেট পরিহিত অবস্থায় উপজেলা আ.লীগের  সাবেক সাংগঠনিক  সম্পাদক আবু সাইদ খানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে ৩৭জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে  মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. রফিকুল হাসান। তিনি বলেন, ৩৪ জন গুলিবিদ্ধ। এছাড়া অনেকেই আহত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
নিহতরা হলেন, চর বলরামপুরের বাসিন্দা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২১), হাজিরহাট ব্রজনাথপুরের বাসিন্দা যুবলীগকর্মী মাহবুবুর রহমান (২২) ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭)।
বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের ৩৫ জন ভাই আহত হয়। তাদেরকে আমরা দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে তিনজন মারা গেছে।
এবিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন আরও দুজন। কমপক্ষে ৩২ জন চিকিৎসাধীন আছেন।’
প্রসঙ্গত, সারাদেশের ন্যায় পাবনায়ও সরকারি এডওয়ার্ড কলেজ মেইন গেইটে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। সকাল ১১টার দিকে কয়েক হাজার আন্দোলনকারী কলেজের মেইন গেইটে জড়ো হন। কিছুক্ষণ অবস্থান নেয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ট্রাফিক মোড় এলাকায় পৌঁছে আ. হামিদ সড়কে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধায় সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় সরকারের পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা।
এরপর ১২ টার দিকে হঠাৎই আন্দোলনকারীদের সাথে আ.লীগ কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা গুলি চালালে বেশকিছু লোক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিক্ষোভে আবু সাইদ খানের একটি গাড়িতে (জিপ) আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর