এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমারা পেয়েছিলাম
সেই সাগর এখন শুকিয়ে গেছে
স্বাধীনতা এখন বালুময় মরুভূমি
যে মরুভূমিতে সবুজের সমারোহ ধ্বসে গেছে
তাই পতাকার সবুজ অংশ আজ বিকলিত।
মাটিও রক্ত শোষণ করে তা আমি জানতাম না,
তবে সেটা মাটি নাকি শকুনের পঁচে যাওয়া মাংস তাও আমি জানি না।
ভাঙনে ভেঙে গেছে সাগর এখন আরও প্রসস্থ হয়ে গেছে।
তবে সাগরের বিশালতা যত বড়ই হোক তা আমাদের পূরণ করতে হবে,
কারণ সেটা আমাদের দেয়া একাত্তরের প্রতিশ্রুতি ছিল।