সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবনির্মিত ব্রীজ বুঝে দেয়ার আগেই দুই পাশের এপ্রোজ সড়ক গত চারদিনের ভারি বর্ষণে ধসে পড়েছে । এতে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে সেই সাথে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
উল্লাপাড়া উপজেলার সলঙ্গা- ধামাইকান্দি সড়কের চরবেড়া এলাকায় খালের উপর প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে এলজিইডি থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস
কনস্ট্রাকশনের মাধ্যমে ব্রীজটি নির্মাণ করা হয়েছে । ইতি মধ্যেই ব্রীজটি সহ ব্রীজটির দুই পাশের এপ্রোজ সড়ক নির্মাণ কাজ শেষ করা হয়েছে । এখনো নির্মান কাজ বুঝে দেওয়া হয়নি।
সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় ব্রীজটির দুই পাশের মূল সড়ক দুই থেকে আড়াই ইঞ্চি দেবে গেছে । নবনির্মিত ব্রীজের পোস্টগাড সহ এপ্রোজ সড়ক কয়েক দিনের ভারি বর্ষণে ধসে গেছে । ওই সড়ক দিয়ে চলাচল কারি একাধিক ভ্যান চালক ও সাধারণ জনগণ বলেন ব্রীজের সংযোগ সড়ক দেবে যাওয়ায় বাহন নিয়ে চলতে কিছুটা সমস্যা হচ্ছে। দ্রুত সড়কটি মেরামত করা না হলে আবার বৃষ্টি হলে সড়কের বাকীটুকু ধসে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে ।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন নবনির্মিত ব্রীজটি এখনো বুঝে নেওয়া হয়নি । তবে ব্রীজের এপ্রোজ সড়কের ধসে যাওয়া অংশ সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে দ্রুত মেরামত করে দেওয়া হবে ।