নীল আকাশ আর নীল সাগরের ঢেউ মিলে মিশে হয়েছে একাকার,
মাের মনোকুঞ্জে কে যেন এসেছে
কে যেন হয়েছে কার।
হিয়া কুঞ্জে ফুটেছে যে কত ফুল
জুই, চামেলী আর বকুল।
ভেবে ভেবে তাই হই যে সারা
মনের দুয়ারে কে যেন দিয়েছে নাড়া। নীশিতে কে যেন মনের কুঠুরিতে
লাগিয়ে দিয়েছে তালা,
ঘরের ভেতর বন্দি করে
মোরে বাইরে বাজায় বেহালা।
আমি যে আকুল ভেবে ব্যাকুল
হলাম যেন হতাশ,
মনের ভেতের ছড়িয়ে দিল
প্রেমের সু-বাতাস।
কবি পরিচিতি:
মাহফুজুর রহমান
সহকারী শিক্ষক
কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
নাগরপুর,টাংগাইল।
That’s really awesome poem