সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় পানি বৃদ্ধির সাথে সাথে উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে কোদালিয়া মরা নদীতে পানি প্রবেশ শুরু হওয়া মাত্রই খালে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এতে কয়েকটি বসতভিটা ধ্বংশ, ঘর সরিয়ে নেয়া হচ্ছে, হুমকিতে পরেছে খালের পারবাসি মানুষেরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে কোদালিয়া দক্ষিণ পারা লিয়াকত মেম্বার এর বাড়ি সংলগ্ন খালে তীব্র পানির স্রোতে মসজিদের পাশে পাকা ব্রীজ ভেঙে যায়। কোদালিয়া গ্রামে লিয়াকত মেম্বার বাড়ি সংলগ্ন বিদ্যুৎ সংযোগ খুটি ডেবে গেছে, আওয়াল মিয়া বাড়ি, জব্বার মন্ডল এর বসত ভিটা সহ সলেমান ও ছামসুল মন্ডলের বাড়ি ধ্বংসের দ্বারপ্রান্তে,রাত জেগে ঘর অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। সাংবাদিক মাহমুদুল হাসান এর বাড়ি, সামছুল, লিয়াকত মেম্বার বাড়ি সহ অনেক বাড়ি হুমকির মুখে পরেছে। ভাঙ্গন আতংকিত হয়ে সময় পার করছে ভুক্তভোগী পরিবার ও হুমকির মুখে জনসাধারণ। যে কোন মুহুর্তে বিলিন হয়ে যেতে পারে বসতভিটা। এ গ্রামের দক্ষিণ পারা শান্তির মোর এলাকায় খালের পার লন্ডভন্ড, ফলে সম্বলহীন হয়ে পরেছে ভুক্তভোগী পরিবার।