জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগীতা ক্রিকেট বল নিক্ষেপে দেশ সেরা হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার স্কুল ছাত্রী ইয়াসমিন।সে উপজেলার নলকা ক্লাস্টারের দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।তার বাবার নাম এরশাদ আলী।মাতার নাম পারভীন খাতুন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেট বল নিক্ষেপ ক্যাটাগরিতে বিদ্যালয় থেকে শুরু করে ইউনিয়ন,উপজেলা,জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে।ঢাকার শারিরীক শিক্ষা কলেজ মাঠে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ৫ম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন এ সাফল্য অর্জন করে।দত্তকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন,জাতীয় পর্যায়ে পদক পেতে যাচ্ছে এ কৃতিত্ব বিদ্যালয়ের সকল শিক্ষক,অভিভাবক,ম্যানেজিং কমিটি সবার।শুধু তাই নয়,এই গৌরব নলকা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ স্যার ও সুযোগ্য রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জনাব আপেল মাহমুদ স্যার সহ সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের।সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগীতায় আমার বিদ্যালয়ের ছাত্রী ইয়াসমিন ক্রীড়া নৈপুণ্যে জাতীয় পর্যায়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানাই।