সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

চৌহালীতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন 

মাহমুদুল হাসান, চৌহালী(সিরাজগঞ্জ): 
আপডেট সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের চৌহালীতে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে চৌহালী সরকারি কলেজ মাঠ প্রঙ্গনে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজ উদ্দিন। চৌহালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার মো, মাজেদুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাহহার সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন  জোসনা, চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত, প্রণিসম্পদ অফিসার ডা, রফিকুল ইসলাম, কৃষিবিদ মোবারক হোসেন, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম প্রমুখ।
তিনদিন ব্যাপী এ কৃষি মেলায় প্রদশনী ১০টি স্টলে  বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং ২০২৩-২৪ অর্থবছরে খরিপ ২/ ২৪-২৫ মৌসুমে রোপা আমন (উফশী জাত)আবাদ ও উতপাদন বৃদ্ধি লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর