কিছু সময় আগে যে ছিল ছোট্ট শিশু
ধরণীতে বড্ড অসহায়
কিছু দিন কিছু মাস হতে না হতে
সেই কিশোর আজ ছুটা-ছুটিতে মস্ত ব্যস্ত,
কিছু বছর যেতে না যেতে
যৌবন জোয়ারে ঢেউ খেলে সমুদ্রে
বহু গুণে বিখ্যাত ভেবে কি না করেছে?
যুগ যুগ বহু যুগ গেছে, গেছে কি হালে
হিসাব রাখে নি কষে,
চামড়া গেছে ঝুলে, রূপ গেছে ঝলসে
বল গেছে বহমান ক্ষণে ক্ষণে ছলনায় ঝরে ,
জীবন চক্রে হাতে লাঠি।