নামটা তোমার বিদেশি
তাই তো ভয় এতো বেশি!
আসলে কেন বাংলাদেশে?
কারে তুমি করতে বিনাশ
আজরাইলের ছদ্মবেশে
আসলে তুমি সোনার দেশে!
তোমার এতো বিষের ধার
এক ছোবলে মরণ তার
জনে মনে চিন্তার ভার
চারদিকে রাসেল ভাইপার।।
জলে ভাসো স্থলে থাকো
সবাইকে তুমি আতঙ্কে রাখো।
সুযোগ পেলে কামুড় মারো
বিষ ঢেলে তারপর ছাড়ো।
তোমার জ্বালা সইতে না পেরে
পদক্ষেপ নিলো সরকারে,
যে মারবে রাসেল ভাইপারে
৫০ হাজার টাকা দিবে তারে।