লক্কর ঝক্কর শহর ছেড়ে আসে নাড়ীর টানে
উৎসব শেষ না হতেই ফিরতে হয় কর্মস্থলে,
ঈদের দিন আগে পিছে ২ দিন ছুটি শেষ
মন থাকে বাড়ীতে তবুও যেতে হয় চলে ।
ছুটিতে পায়না সময় আত্মীয় বাড়ী ঘুরতে
আত্মীয়রা মোবাইল শোনায় কত কথা,
গাড়ীর ঝাঁকুনীর ব্যাথা না সারতেই
কর্মস্থলে ফিরে চলে সঙ্গে করে মনো ব্যাথা ।
খুকুমনি গ্রামের পরিবেশে বেশ সতেজ হয়
খুকুমনি বলে বাবার ছুটি যদি বেড়ে যেতো,
পুকুরে সাতার শেখা, কানামাছি ভোঁ ভোঁ
গ্রামের বন্ধুদের নিয়ে কত আনন্দ হতো ।