রাস্তার ধারে হাট বাজারে
গরু ছাগলের হাট জমে উঠেছে,
অনলাইনের গরুর হাটও
ক্রেতা কমেন্টে ভরে গেছে ।
গরুর গলায় শোভা পাচ্ছে
রংবেরংএর মালার বাহারি,
দড়ি ছিড়ে গরুর দৌড়ানিতে
চেংড়া বুড়ার হুড়াহুড়ি ।
মসলা পাতির দোকানে
দামের আগুনে ক্রেতা কমেনি,
কুরবানীর দিন ভুরিভোজে
অর্ডার করছে বোরহানি ।