বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

বকশিগঞ্জে সমকালের সাংবাদিকের উপর হামলা

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৯ জুন, ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ণ

জামালপুরের বকশিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে বকশিগঞ্জের প্রেসক্লাবের সাংবাদিক দৈনিক সমকাল পএিকার সাংবাদিক মাসুদ উল হাসান এর উপরে সন্তাষী হামলার শিকার হনও তিনি।  ঘটনার বিবরনে জানাযায়, মাসুদ গত ৭-জুন নিজ পেশাগত দায়িত্ব পালন শেষে  মটরসাইকেল যোগে রাত ১১-৩০ মিনিটে বাসায় ফিরছিল, এমতা-বস্তায় পুর্ব-পরিকল্পিত সন্তাসীরা  (১)আতিক সিদ্দিকী(৫২) – (২) মাসুমা ইয়াসমি স্বৃতি (৩) মজিবর রহমান (৬১) স্বজল মিয়া(৩২) ওরা তিন জন সহ আরোও ৫/৭ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার( মাসুদের) উপর হামলা চালায়। মাসুদ সাংবাদিক মোটরসাইকেল  যোগে বাসায় ফিরছিল, মোটরসাইকেলের গতিরোধ করে   পুর্বে  ওৎ পেতে থাকা সন্তাসীরা ডেগার, ধারালো ছুরী, রর্ড,দা, লাঠি,ফালা দ্বারা তাকে আক্রমণ করে। সে মোটরসাইকেল ফেলে পশ্বে আশ্রয় নিয়েও বাচতেপারে নাই। গুরুতর আহত অবস্হায় তাকে এলাকার লোক জন উদ্ধার করে বকশীগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে এ সন্তাসী হামলার প্রতিবাদে ৮-জুন মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত সাংবাদিক।  বকশীগন্জ সহ জেলার বিভিন্ন উপজেলায়। অপর দিকে বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানার এ এস পি (সার্কেল) সুমন কান্তী চৌধুরী ও বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খান সকল  সাংবাদিক গণকে জানান সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমরা পদক্ষেপ গ্রহণ করবো। এ সময় উপজেলা সকল সাংবাদিক  উপস্হিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর