তোমায় ছুঁতে গিয়ে পাহাড় ছুঁয়েছি
তা অব্দিই শেষ নয়,
পাহাড় থেকে মেঘমালা ছুঁয়েছি
তা ছুঁতে গিয়ে একটু বিস্মিত হয়েছি
তাও তোমাকে পাইনি।
আমার হাতে যখন মেঘকে স্পর্শ করেছি
তখন বৃষ্টি টলমল করে পড়ছে,
পাহাড়ে ঝড়ছে ঝর্ণা।
সেই নির্জনতায় পানির টপটপ শব্দ-
আমায় স্তব্ধ করেছে।
তবে সেই শব্দ তোমার হৃদয়ে আগাত করতে পারেনি।
তুমি কঠিন থেকে কঠিনতম।
মেঘ ছুঁতে গিয়ে বৃষ্টিতে তোমায় ভিজিয়েছি
যে বৃষ্টিতে ভিজে পাথরও চকচক করে
স্বচ্ছ হয়, মানুষ কে আকর্ষিত করে-
মানুষও তা স্পর্শ করে।
কিন্তু দিনদিন তোমার স্পর্শ পেতে আমি বিকর্ষিত হচ্ছি।