প্রিয়তমা তুমি শুকতারা
সুদূর শৈল শিখরান্তে
নিশীথিনী পর অহরাত্র ক্ষণে
দর্শন দিয়ো দিক ভ্রান্তে।
নিশাপতির জ্যোতি যবে হবে সাড়া
দিবস করিবে আগমন,
লহরীতে বহিবে তরঙ্গীনি
সিন্ধুতে সমীরণ।
নিলোদ্যানে উদিবে অংশুমালী
দেখাইবে তাহার রোষদীপ্ত কায়া
চঞ্চলা বেগে আসিয়া তখন
দানিয়ো মোরে প্রেম ছায়া।
হৃদয় নীলিমায় জমিলে নীরদ
করিয়ো আগমন মন অম্বরে
দেখিয়া তোমার অভীরাম রূপ
নিমেষে তাহা যাবে সরে।
নেইকো মোর বিত্ত অতি
রাজ দুহিতা ন্যায় যে রাখব ঘরে
স্বয়ম্বরা হয়ে তুমি
বরণ করে নিয়ো মোরে.।