গত ২১ মে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান স্বপন এসএসসি ৯৪ ব্যাচ বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এসএসসি ৯৪ ব্যাচ,সিরাজগঞ্জ বন্ধুদের আয়োজনে শুক্রবার (৩১ মে) বিকেলে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান স্বপন আগমন করলে সকল বন্ধুরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। নির্বাচন কালীন সময়ে ৯৪ ব্যাচ বন্ধুদের দোয়া,ভালোবাসা আর নির্বাচনে সহযোগীতা করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নির্বাচন পরবর্তী সময়ে সকল বন্ধুদের সাথে মিলিত হয়ে আনন্দে আবেগপ্লুত হয়ে পড়েন। তারুণ্যের অহঙ্কার, সদা হাস্যোজ্বল,বিনয়ী বন্ধু ভাইস চেয়ারম্যান স্বপনকে পেয়ে বন্ধুরাও আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় স্বপন প্রথমে আল্লাহর অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন।এরপর উল্লাপাড়া-সলঙ্গার প্রিয় ভোটার ভাইবোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনগণের প্রত্যাশা ও তার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ ভাবে পালন করতে পারেন,সেজন্য সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করেন। শেষে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ ও ৯৪ ব্যাচের দেড় শতাধীক বন্ধুদের আয়োজনে নৈশ ভোজে শরীক হন।