সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ার দূর্গানগর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

আমিনুল ইসলাম, উল্লাপাড়া(সিরাজগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ২৯ মে, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরে ৪ কোটি ৫০ লক্ষ ৮৭ হাজার ৫২৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । বাজেটের ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৩ লক্ষ ৬৭ হাজার ৫২৮ টাকা । উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩১ লক্ষ ০৩ হাজার ৩৯২ টাকা ।
মঙ্গলবার সকালে দূর্গানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ওই ইউনিয়ন পরিষদের সচিব মোঃ অাব্দুল হালিম  । এতে  সভাপতিত্ব করেন দূর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ আফছার আলী বলেন মাদকবিরোধী, ক্রীড়া ও সাংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে ।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যানোর মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ রেজাউল করিম চাতক, ইউপি সদস্য হাফিজুর রহমান,  ইউপি সদস্য এবাদ আলী প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর