পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল হাদী “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪” উপলক্ষে আয়োজিত “শ্রেষ্ঠ শিক্ষার্থী” প্রতিযোগিতার জাতীয় (চুড়ান্ত) পর্যায়ের প্রতিযোগী। সে ইতঃপূর্বে প্রতিষ্ঠান পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ পূর্বক শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
সে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পাশাপাশি একজন মানবিক ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে গড়ে তুলতে সকলের নিকট দোয়া প্রার্থণা করেছে। সে পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-এর উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুর রাজ্জাক-এর পুত্র। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা গ্রামের বাসিন্দা।