সিরাজগঞ্জের চৌহালীতে “কিশোর কিশোরী ক্লাব স্থাপন” প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির( সিএমসি) সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান এর সভাপতিত্বে ম্যানেজমেন্ট কমিটির(সিএমসি) সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা, তুষার আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রকৌশলী মো, সিরাজুল ইসলাম, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, চৌহালী ব্র্যাক শাখার আবু দাউদ প্রমুখ।
উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজমেন্ট কমিটির(সিএমসি) সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।