সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫(A+)প্রাপ্ত ২৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার(২০ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ ইদ্রিস আলী, সম্ভূদিয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মূন্সি আব্দুল ওয়াহাব প্রমুখ।
খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্রী সামিয়া জান্নাত, হাফসা ইমাম ও সম্তূদিয়া বহুমূখি স্কুলের ছাত্র আব্দুল মমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করেন ৷ অনুষ্ঠান পরিচালনা করেন, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ ৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়,উপজেলায় এসএসসি /দাখিল পরীক্ষায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৭৫৩ জন অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৩৩৪ জন কৃতকার্য হয়। এতে মোট ২৫৪ জন শিক্ষার্থ জিপিএ-৫ অর্জন করে।” প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোন বিকল্প নেই, তাই সরকারের শতভাগ শিক্ষা, স্মার্ট দেশ ও স্মার্ট চৌহালী গড়ার আহবান জানান।