সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

ই-পেপার

চৌহালীতে ভোট গ্রহণ কমকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ মে, ২০২৪, ১০:৩৬ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায়  উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে  ভোট গ্রহণ কর্মকর্তাগণের ২দিন ব্যাপি  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রোববার  (১৯ মে) সকালে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে  উপজেলার চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।
চৌহালী উপজেলার নির্বাহী অফিসার( ইউএনও) মাহবুব হাসানের  সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন, রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক  লিটুস  লরেন্স চিরান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, চৌহালী থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত, ও উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন অফিসের  কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে  উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেন স্বাগত বক্তব্যে বলেন এ বছর উপজেলা পরিষদ  নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। আগামী ২৯ মে বুধবার চৌহালীতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চৌহালী উপজেলায় মোট ৪৯ টি কেন্দ্র রয়েছে । উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,১৬ ৬৫  জন। ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা ১১৬৯জন । বাহিরেও থাকবে পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টহল পার্টি ।
ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান  বলেন-  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে সাধারন মানুষ নির্বিঘ্নে ভোট দিবে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর