রুখবো দুর্নীতি,গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহ. শামসুল হক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আপেল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফিরোজ উদ্দিন খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরন্নবী মিঞা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. মোহায়মেনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ধানঘরা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, সদস্য ও শিক্ষার্থী মহুয়া সাহা, সদস্য ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টিএম কামরুজ্জামান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম মোনায়েম খান প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর আগে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অংশ নেন।