নাটোরের নলডাঙ্গায় বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের চাপায় মোঃ রাফি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক-হেলপারকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে নাটোর- নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোঃ জনি (১৬) নামে অপর একজন আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মোঃ রাফি জেলার বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহত জনি একই এলাকার মন্টু আলীর ছেলে। আটক চালক-হেলপারের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে পৌনে পাঁচটার দিকে রাফি একটি ধান মাড়াই মেশিন নিয়ে মাধনগর বাজেহালতি গ্রামের একটি ফিডার রোড থেকে নাটোর-নওগা আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন ।
এ সময় আত্রাইগামী একটি বালু বোঝাই ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ অবস্থায় স্থানীয়রা ঘাতক ট্রাক সহ চালক হেলপারকে মাধনগর বাজারে আটক করে পুলিশে খবর দেন।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। অন্যদিকে ঘাতক ট্রাক সহ চালক-হেলপারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।