সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে র্যালী, মায়ের পা ধোয়া, মিষ্টিমুখ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র্যালীর পরবর্তী আলোচনা সভায় মাদের পা ধুয়ে দিবসটির সূচনা করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম জাহিদ তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ,মোসাদ্দেক হোসেন শাওন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, পরিসংখ্যান অফিসার তদন্ত মোঃ সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, তথ্য আপা তামান্না হক, ব্যাকের মো, আবু দাউদ সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, মা এবং তাদের সন্তানরা।