মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

ই-পেপার

সিলেটে শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা; মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৩:০৩ অপরাহ্ণ

সিলেটে শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিলেট জেলার সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। চার উপজেলায় মোট ৫৮ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ না নেয়ায় সাধারণ ভোটারদের মাঝে রয়েছে দ্বিধা। তবে প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের আশা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। আর ভোটাররাও নির্বাচনে সুষ্ঠ পরিবেশে ভোটদানের অপেক্ষায়।
৮ মে বুধবার সকাল ৮ টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।নির্বাচনের জন্য ওই সব উপজেলায় ভোটের দিন থাকবে সাধারণ ছুটি। ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে। সে হিসেবে আজ সোমবার মধ্যরাতে শেষ হবে প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে এ পর্যায়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা।
রবিবার (৫ মে) জারি করা এক নির্দেশনায় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনিয়মের ব্যাপারে অভিযোগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের কোনো বিষয় কোনো প্ৰাৰ্থী বা কোনো ব্যক্তির নজরে এলে তারাও স্ব-উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের কাছে, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অথবা উপযুক্ত ক্ষেত্রে থানায় বা ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করতে পারবেন বা নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ দায়ের করতে পারবেন। নির্বাচনের জন্য সংশ্লিষ্ট উপজেলাগুলোতে এরইমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো উপজেলায় ভোটারের সংখ্যা পাঁচ লাখের বেশি হলে সেখানে একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর