ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে নতুন করে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।
সোমবার বিকেলে সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমাস সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি জেলার পীরগন্জ উপজেলার ভাকুড়া গ্রামের ৩৬ বছর বয়সী ওই যুবক কিছুদিন পূর্বে কিশোরগন্জ থেকে পীরগন্জে আসেন।
এদিকে জেলায় ১৪ জন রোগী করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ ফুল ও ফল দিয়ে তাদের বিদায়ী সংবর্ধনা জানান। তন্মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১জন, বালিয়াডাঙ্গীতে ২জন , রাণীশংকৈল উপজেলায় ২জন , পীরগঞ্জ উপজেলায় ৩জন এবং হরিপুর উপজেলায় ৬ জন।
এদিকে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।
এদিকে সোমবার সকালে নতুন করে ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।এ নিয়ে মোট নমুনা পাঠানো হল ৮৪৮ জনের। এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ৭৫৫ জনের।