চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে সাতক্ষীরা মডিকেল কলেজের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পায় শিক্ষার্থী উছাইহ্লা মার্মা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ধনলাল ত্রিপুরা, রাঙ্গামাটি মডিকেল কলেজে মং থুইনু মার্মা ও অংক্যসিং মার্মা ভর্তির সুযোগ পায় মাগুরা মেডিকেল কলেজে।
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার অনুভূতি প্রকাশ করে শিক্ষার্থী উছাইহ্লা মার্মা বলেন, কোয়ান্টামে ভর্তি হওয়ার পর থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলাম। কোয়ান্টামের কারণেই আজ সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছি। কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজে ভর্তি না হলে এ স্বপ্ন কোনদিন পূরণ হত না। মা-বাবার মত জুম চাষ করে জীবিকা নির্বাহ করতে হত।
চার শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ ছালেহ আহমেদ বলেন- সুশৃঙ্খল পরিবেশ, লেখাপড়া, মেডিটেশন, কোয়ান্টাম ব্যায়াম, নিয়মানুবর্তিতা ও সহপাঠ কার্যক্রমের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা এখানে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠছে।