“স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন, শেকড়ের টানে মানবতার পাশে” প্রতিপাদ্যকে সামনে রেখে সেইফ ফাউন্ডেশন ও শেকড় পাবনার আয়োজনে, ভ্যান, রিক্সা, ইজিবাইক এবং সিএনজি ও পথচারীদের মাঝে সানক্যাপ এবং স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে পাবনার সুজানগর পৌর শহরের প্রধান সড়কে ভ্যান, রিক্সা, ইজিবাইক এবং সিএনজি চালক ও পথচারীদের মাঝে সানক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। সানক্যাপ পানি বিতরণ কালে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের আহবায়ক খান হাবিব মোস্তফা, সদস্য শেখ রাসেল, ফুয়াদ শামিম, বাবুল আক্তার বাবু, উপদেষ্টা টুটুল হোসেন বিশ্বাস, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মোমিন, এনামুল হক।