শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

ই-পেপার

পাবনা জেলা শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির আয়োজনে মহান মে দিবস পালন

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহবায়ক কমিটিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা আহবায়ক কমিটি দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন।

পাবনা জেলা শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, এম.এ. আজিম, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ, আমিনুর রহমান মানিক, আব্দুল্লাহ শেখ, কামাল হোসেন প্রমূখ।

এসময় আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হোসেন, আশরাফুল আলম সুমন, সোহরাব হোসেন, মাহবুব নবী, লুৎফুল বারী, মনিরুল ইসলাম, সাদেকুল ইসলাম হিরো, আমিনুল ইসলাম আমিন, বিপ্লব চৌধুরী, মতিউর রহমান কিসলু, শিমুল, শেখ জনি, মো. রাজু, আলতাব হোসেন, আকরাম হোসেন, আমির হোসেন রিপন, আ. আলিম, মো. তাইজাল হোসেন, নুরুল আলম শাহীন, মো. মজিবর, নূর মোহাম্মদ নাসিম, মো. হ্যামলেট, বকুল হোসেন, গোলাম মোস্তফা, পান্না, জিয়াউল হক জিয়া, আবুল কালাম আজাদ, মো. বকুল, গুলজার হোসেন, মামুন হোসেন, মোক্তার হোসেন, শামিম হোসেন, মো. জামিরুল, পাবনা সদর উপজেলা হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম, হকার্স লীগের সভাপতি আশরাফ আলী, খালেক শেখ, লিখন, আ. মান্নান, সিএনজি শ্রমিক ইউনিয়নের আ. রাজ্জাক, পাবনা সেলুন ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, ইমরান, কলি, হারুন, বিদ্যুৎ শ্রমিক লীগের (নেসকো) মো. হিরোক, বিএডিসি শ্রমিক ইউনিয়নের মো. বিল্লাল হোসেন, আ. হালিম, ফারুক, খাইরুল, দিয়ানত, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়নের আ. কাদের, মো. হামিদুল, নওশাদ, সদর উপজেলার শ্রমিক নেতা মুস্তাক আহমেদ, রন্টু, জহুরুল, রইচ, মনসুর, আইয়ুব মল্লিক, কদু খাঁসহ জেলা শ্রমিক লীগের অর্šÍভুক্ত বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ইউনিটের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর