শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রোকনুজ্জামান উপজেলার বিলচলন ইউনিয়নের কৃষক শামসুল হোসেনের হাতে ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদওয়ানুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার ও কবুতা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এ মাসুম বিল্লাহ জানান, সরকার কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ জোরদার করতে ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছেন। এর অংশ হিসেবে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের কৃষক শামসুল হোসেনকে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। এ যন্ত্রের সাহায্যে একই সাথে ধান ও গম কাটা ও মাড়াই করা যায়।এতে করে কৃষকের শ্রম এবং সময় উভয়ই সাশ্রয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর