দেশের অন্যান্য স্থানের মতো পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সংগঠন, শ্রমিক ইউনিয়ন চাটমোহর শাখা ও জাতীয় শ্রমিকলীগ চাটমোহর উপজেলা শাখা যৌথভাবে র্যালী ও শ্রমিক সমাবেশের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন চাটমোহর পৌরসদরের প্রধান প্রধান সড়কে র্যালী, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ করেছে। বাদ্যযন্ত্র সহযোগে রাস্তায় ঘুরে ঘুরে মে দিবসের গান পরিবেশন করেন স্থানীয় সঙ্গীত শিল্পীরা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাটমোহর উপজেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সহ-সভাপতি মুজিবুর রহমান, দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ মাস্টার, নির্মাণ ট্রেড শ্রমিক ইউনিয়নের প্রাক্তন নেতা শুকুর আলী, ফার্নিচার শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাজী মুহাম্মদ মুরাদ হোসেন, রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি শামীনুর রহমান শামীম, ওয়ার্কশপ ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার হোসেন, শ্রমিক নেতা জামিরুদ্দী, মনির হোসেন ও মিরাজ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী ট্রেড ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন।