বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 
আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:৩৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২ টার দিকে নিজ বাড়ি থেকে রাগ করে চলে যায় অঞ্জন কুমার সাহা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান মিলে রেল লাইনের মাঝে তার মরদেহ। ঈশ্বরদী-খুলনা রেলপথের উপজেলা সদরের পাতিবিল এলাকায় এই ঘটনা ঘটে। মৃত অঞ্জন কুমার সাহা শহরের পিয়ারাখালী  ৩ নং ওয়ার্ডের জামতলা এলাকার অনন্ত কুমার সাহার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রাতে নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী অভিমুখে আসছিল। ধারণা করা হচ্ছে, রেললাইন অতিক্রম করার সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই অঞ্জন কুমার সাহা নামে ওই যুবকের মৃত্যু হয়।  ঔই এলাকার স্থানীয়রা জানান, অঞ্জন কুমার সাহা বেশ কয়েক বছর ধরে প্রবাসে ছিলেন। গেল সপ্তাহে তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। এরপর থেকে তাঁর বিয়ের কথাবার্তা চলছিল। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আজ রবিবার সকালে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে ওই যুবকের মাথা থেঁতলে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সকালে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঈশ্বরদী রেলওয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর