শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সিংড়ায় অগ্নিকান্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪, কবিদের পদচারণায় মুখলিত সিলেটের মুসলিম সাহিত্য সংসদ কাশিনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অনিয়মের অভিযোগে ম্যানেজারসহ ৩ জন আটক নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এ-র কেন্দ্রীয় দায়িত্বে সরইতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন মোঃ মোস্তফা জামাল ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন গোপালপুরে তাপপ্রবাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ না মানায় মুচলিকা দিলেন দুই প্রতিষ্ঠান প্রধান ব্যারিষ্টার শাহজাহান ওমর এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

ভাঙ্গুড়ায় অটোর ধাক্কায় আঠারোমাস বয়সী শিশু নিহত,আহত ১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২০, ৮:৫৭ অপরাহ্ণ

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া ব্যাটারি চালিত অটো বোরাকের ধাক্কায় আঠারোমাস বয়সী সৌরভ হোসেন নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে গুরুত্বর আহত হয়েছেন নানী আলেয়া খাতুন(৫০)। রবিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কে এ ঘটনাটি ঘটে। নিহত সৌরভ পৌর সভার উত্তর সারুটিয়া মহল্লার সাগর আলীর ছেলে। আহত আলেয়া নৌবাড়িয়া গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, ঈদের আগের দিন শিশু সৌরভ তার মায়ের সঙ্গে নৌবাড়ীয়া গ্রামে নানা রাশেদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। রাশেদুল ইসলামের বাড়ি নৌবাড়ীয়া গ্রামে ভাঙ্গুড়া-নওগাঁ সড়কের পাশে। রোববার রাতে প্রচন্ড গরমে নানী আলেয়া খাতুন নাতিকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করার সময় সড়ক পার হচ্ছিল। এমন সময় শরৎনগর বাজার থেকে নৌবাড়ীয়া গামী একটি বেপরোয়াভাবে অটো বোরাক তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে রোবাকটি তাদের উপর উল্টে পড়ে। এতে নানী ও নাতি গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শিশুটিকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানী আলেয়া খাতুনের হাত প্লাস্টার করে বাড়িতে নিয়ে যায় স্বজনরা। এদিকে স্থানীয়রা জানিয়েছে, ব্যাটারি চালিত অটো বোরাকের চালকের নাম বরাত আলী। সে নৌবাড়ীয়া উত্তর পাড়ার জাহের আলীর ছেলে। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে কেউ থানায় কোনো কিছু জানায়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com