ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (৪২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর পাঁচটার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের মুসুল্লি ইউনিয়নের এমএমবি ব্রিকসের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় যুবক সাজমগীর আলম জানান, সে আমাদের মুসুল্লি গ্রামের আঃ গণীর ছেলে। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। শনিবার ভোরে একজন যাত্রীকে কিশোরগঞ্জ বাস স্টেশনে পৌঁছে দিয়ে ফিরতি পথে এমএমবি ব্রিকসের সামনে আসতেই অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে এই ঘটনা ঘটে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি, স্নেহাংসু বিকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছিল পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অজ্ঞাত গাড়িটি আটক করা সম্ভব হয়নি।