নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ পর্যন্ত মোট ২২ জন প্রার্থী অনলাইনে ও হার্ড কপি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন।
এরমধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন আবেদন করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, আজ সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ চেয়ারম্যান পদে এস.এম ফিরোজ উদ্দিন, খন্দকার জুয়েল ইমাম, আঃ আলীম, মোঃ তৌহিদুর রহমান, মোঃ রবিউল ইসলাম, সরদার আফজাল হোসেন, মোঃ জিল্লুর রহমান, মোঃ আসাদুজ্জামান আসাদ, আহমদ আলী শাহ্।
ভাইস চেয়ারম্যান পদে, সেলিম রেজা, মোঃ রায়হান তানভীর, মোঃ রুবেল আহমেদ, গোলাম মোস্তফা, মোঃ সুজন আলী, মোঃ আখতার হোসেন, মোঃ খালেদ মাহমুদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মোছাঃ মহুয়া পারভীন (লিপি), মোছাঃ সাবিনা ইয়াসমিন, মোছাঃ রিনা পারভীন, মোছাঃ শিরিন আক্তার, মোছাঃ রেনুকা হুজুর, মোছাঃ মাসুদ পারভীন জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।