বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

প্রধানমন্ত্রীর দেওয়া চেক সাংবাদিকদের হাতে তুলে দিলেন মাশরাফি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২০, ১২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

করোনাকালীন পরিস্থিতিতে নড়াইল জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নড়াইল প্রেস ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, মো. আতিয়ার রহমান, কার্তিক দাস প্রমুখ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু। চেক বিতরণকালে মাশরাফি বিন মুর্তজা এমপি বলেন, ‘করোনাকালীন পরিস্থিতিতে মাঠে কাজ করে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। করোনাভাইরাসের প্রকৃত তথ্য তুলে ধরার কারণে প্রশাসন, স্বাস্থ্যবিভাগসহ সংশ্লিষ্টরা করোনা মোকাবিলায় যথাযথ ভূমিকা নিতে পেরেছে। দেশ ও জাতির যে কোনও ক্রান্তিকালে আগামীতেও সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করবেন বলে আশা করি।’ প্রেস ক্লাব সূত্রে জানা যায়, নড়াইলে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৭ জন সাংবাদিক ১০হাজার টাকা করে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর