বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

ই-পেপার

অসহায় ও দুস্থদের জন্য বাংলাদেশ ছাত্রলীগের পশু কোরবানী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২০, ১২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে নিজেদের ফেলে আসা সোনালী অতীতের জানান দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সবখানেই সমান ভাবে বিচরণ ছাত্রলীগের। জরুরী খাদ্য সরবরাহ কিংবা লাশ দাফন, কৃষকের পাশে দাঁড়ানো সহ দুর্দান্ত সব কাজে বাহবা কুড়িয়েছে দেশব্যাপী। পবিত্র ঈদুল আজহা, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অন্যরকমভাবে ঈদ উদযাপন করেন। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহেনার নামে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ কোরবানী দেয়।

 

কোরবানীর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানীর মাংস ও বিরানীর প্যাকেট বিতরণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া, এতিমখানায় কোরবানীর মাংস ও বিরানীর প্যাকেট বিতরণ করা হয়। এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বিভিন্ন হলের নেতৃবৃন্দররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর