মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

বীরগঞ্জেে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ৬ টি ঘর পুরে ছাই, আহত- ১  

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে ৫ টি পরিবারের ৬ টি ঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঈদ আনন্দ বিঃস্বাদে, অগ্নিকান্ডে পরিবারগুলোতে চলছে সুনশান নিরবতা।  আগ্নিকান্ডের ঘটনায় ধান, চাল, নগদ টাকা, কাপড়, বই, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে বাস করছে পরিবারগুলি। এ ঘটনায় আনুমানিক ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।
শুক্রবার  রাত আনুমানিক ১১:৫০ মিনিটে উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃষ্ণনগর (বটতলী) গ্রামে  এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তরা হলেন  শারীরিক প্রতিবন্ধী আজিজুল ইসলাম, ডাবলু মিয়া, ইউনুস আলী, আমিনা বেগম প্রতিবেশী মহসীন আলী। অগ্নিকাণ্ডের সময় ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা শারীরিক প্রতিবন্ধী আজিজুল ইসলামের শরীরে আগুনে লেগে শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে যায় পরে ঘরের টিন কেটে প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে বর্তমানে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম , উপজেলা নিবার্হী অফিসার ফজলে এলাহি, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম (শাহিন) , মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাকসুদুজ্জামান সাজু, আওয়ামীলীগ নেতা তরিকুল ইসলাম, ইউপি সদস্য আতিয়ার রহমান সহ আরো অনেকেই।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে এসে  আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ধান, চাল, নগদ টাকা, কাপড়, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে যতদুর সম্ভব ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন নগদ অর্থ, খাদ্য সামগ্রী তুলে দেন।
 পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল, চাল, ডাল, তেল, লবণ, আটা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ অগ্নিকাণ্ডে আহত শারীরিক প্রতিবন্ধী আজিজুল ইসলামের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com