রফিকুল ইসলাম সজিবঃ
মুজিববর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে ছাত্রলীগ। রবিবার,২আগষ্ট সকালে ধূলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম পরশ।এছাড়াও তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ধূলাউড়ি মাদ্রসায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যহত ছিলো। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুল ইসলাম পরশ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী তিন মাস দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীকে আমরা বৃক্ষরোপণ করার নির্দেশ দিয়েছি। সারাদেশে আমাদের প্রতিটি নেতাকর্মী আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, সৃষ্টির বুকে প্রাণিকুলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা খরা, ঝড় টর্নেডো, জলোচ্ছাস, ওজনস্তর ক্ষয়, ভূমিক্ষয়, জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ, মাটিদূষণ, পানিদূষণ, বায়ুদূষণ প্রতিরোধ করে। এক কথা প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পাদক হচ্ছ বৃক্ষ।
পৃথিবীকে বসবাসের উপযোগী করতে ও প্রাকৃতিক বিপর্যয়ের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে উঁচু নিচু পতিত জমি, রাস্তার পাশে, নদীর পাড়ে গাছ লাগানো অতীব গুরুত্বপূর্ণ। তাই মুজিববর্ষ উদযাপনের অনুষঙ্গ হিসেবে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।’ উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ,পাবনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরি,হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান মিলন,হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল রহমান সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।