মো: জাহিদুল ইসলাম (৩৭), পিতা: মো: আবু মণ্ডল, মাতা মোছা: জয়নব খাতুন, গ্রাম চিনাভাতকুর, ডাকঘর: অষ্টমনিষা, থানা: চাটমোহর, জেলা: পাবনা এবং মোছা: জোসনা খাতুন (৬), পিতা: মো: জাহিদুল ইসলাম, গ্রাম চিনাভাতকুর, ডাকঘর: অষ্টমনিষা, থানা: চাটমোহর, জেলা: পাবনা তারা দুইজন বাবা ও মেয়ে। তাহারা প্রায় এক বছর পূর্বে ঢাকার একটি ভাড়া বাসায় থাকতো। হঠাৎ করেই তারা সেখান থেকে নিরুদ্দেশ হয়ে যায়। এতদিন পর্যন্ত বাড়ি ফেরেনে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তাদের দেখে থাকেন অথবা তাদের খোঁজ জানেন তাহলে এই (০১৬১০-৩২১৬৮১) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
জাহিদুলের মা ও জোসনার দাদি
মোছা: জয়নব খাতুন