পাবনার চাটমোহরে মোটর সাইকেল দুর্ঘটনায় শামছুল হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের মোঃ হানেফ প্রামানিকের ছেলে। রবিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার মথুরাপুর ভাদ্রা বটতলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তার নিজ বাড়ি আনকুটিয়া থেকে ব্যবসায়িক কাজের জন্য মোটর সাইকেল নিয়ে চাটমোহরে উদ্দেশ্যে আসছিল। উপজেলার ভাদ্রা বটতলা নামক স্থানে পৌঁছালে চাটমোহর থেকে পাবনাগামী একটি ট্রাক সামনা সামনি ধাক্কা দিলে মোটরসাইকেল সহ সিটকে পড়ে যায় শামছুল। স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে পাবনা সদর হাসপাতালে রেফার করেন। পাবনাতে পৌঁছানোর আগেই পথে মধ্যেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চালক পলাতক। ঘটনার স্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে।